টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩৩ হাজার পিস উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ডের টেকনাফ বিসিজি স্টেশন মুন্ডারডিল এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করা হয়।
আজ ভোরে তারা এ অভিযান পরিচালনা করেছে। কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানার আওতাধীন মুন্ডারডিল এলাকা হয়ে ইয়াবা পাচার হবে।
এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।