শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনার ৩ টি প্রতি‌ষ্ঠানে অ‌ভিযান চা‌লি‌য়ে ভ্রাম‌্যমাণ আদালত ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেলমজুদ পেয়েছে। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

সকাল সোয়া ১০ টা থে‌কে অ‌ভিযান শুরু হ‌য়ে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত চ‌লে। র‌্যাব ৬ এর পু‌লিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাাম ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জান‌তে পে‌রে এ অ‌ভিযান পরিচালনা করা হয়।

বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘আসানি’

এ সময় ৩ টি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৩২ লিটার সয়া‌বিন ও ১ লাখ ৭৩ হাজার ৬০৮ লিটার পাম ওয়েল মজুদের প্রমাণ মিলেছে। এ কারণে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। তি‌নি আরও ব‌লেন, সরকরি নিয়ম নী‌তি উ‌পেক্ষা ক‌রে খুলনার ব‌্যবসায়ীরা বাজা‌রে কৃ‌ত্রিম সংকট সৃষ্টি কর‌ছে।

কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক পিন্টু লাল এর বিদায় সংবর্ধনা প্রদান

যাতে ভ‌বিষ্যতে এ সংকট তারা তৈ‌রি না কর‌তে পা‌রে তাই তা‌দের জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। তবে জনস্বা‌র্থে অ‌ভিযান অব‌্যহত থাকবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, তিন প্রতিষ্ঠানে তেল মজুদ রাখায় তাদেরকে জরিমানার পাশাপাশি সঠিকমূল্যেতে বিক্রির জন্য বলা হয়েছে।