চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকার অপহরণকৃত এক কিশোরীকে রাজধানীর রামপুরা এলাকা হতে উদ্ধার করেছে র্যাব-৩।
১। র্যাব-৩ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ নভেম্বর ২০২২ তারিখ ১৬০০ ঘটিকায় রাজধানীর রামপুরা এলাকা হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকার অপহরণকৃত একজন কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।
৩। উদ্ধারকৃত ভিকটিমকে জিজ্ঞাসাবাদ ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, সে গত ২৭/০৯/২০২২ তারিখ বিকাল ১৬০০ ঘটিকায় স্থানীয় একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। পথিমধ্যে কে বা কারা তাকে অপহরণ করে। পরবর্তীতে ভিকটিম কোচিং সেন্টার হতে নির্ধারিত সময়ের পরেও বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন চিন্তিত হয়ে তাদের সকল আত্মীয়-স্বজনের বাসায় খোজাখুজি শুরু করে। একপর্যায়ে তার কোন সন্ধান না পাওয়ায় তার পরিবারের লোকজন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
৪। উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।