ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রামে চায়না বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। চায়না বেগমের দুই সন্তান। সে বান্দুগ্রামের মারুফ মোল্যার স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেছেন।
মারুফ মোল্যা পেশায় শ্রমিক। এলাকা ও থানা সূত্রে জানা যায়, বাচ্চাদের মোবাইল ব্যবহারকে কেন্দ্র করে স্বামীর সাথে ঝগড়া হয় তার। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে বান্বদুগ্রামের মারুফ মোল্যা স্ত্রী চায়না বেগমকে তার বাড়ীর দক্ষিণ পাশে আমগাছের ডালের সাথে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় প্রতিবেশিরা । আম গাছের উচ্চতা চার ফিট।
সকালে তাকে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেন। লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।