ডিভোর্সি মেয়ে, হয়ত এটাই সত্য, নয়ত এটাই সত্য মেয়ে বিয়ে করতে চাই বলে পোস্ট করা।
ডিভোর্সি মেয়েকে বিয়া করা কোন পাপ নয়।
এমন কাউকে বিয়ে করা অনেক ভাগ্যের ব্যাপার।
এদের কেউ ভালোবসতে বা বিয়ে করতে চায় না… কেন জানেন…
কেননা “ডিভোর্স” হওয়া মেয়েদেরকে আমরা এবং আমাদের সমাজে সবাই অন্য এক দৃষ্টি-ভঙ্গী তে দেখি আর বলি সে কুলক্ষী…
কিন্তু,,,,
👉 তাকে কি বিয়ে করা যাবে না..?
👉 সে কি সংসার জীবনটা বুঝে না..?
👉 তার ছেলে বা মেয়ে আছে বলে তাকে বিয়ে করা যাবে না..?
👉 আরে ভাই হউক সন্তান অন্য কারো তাই বলে কি সে বাবা শব্দটা উচ্চারণ করতে পারবে না..?
👉 মেয়েটি কি আর স্বামীর ভালোবাসা পাবে না..?
👉 সবার একটাই কথা…
👉 মেয়েটা কুমারী নয়…
👉 আজিব কথা কুমারী হওয়াটা কি খুব প্রয়োজন..?
👉 সে কি আপনাকে অন্য মেয়ের মত সুখে রাখতে পারবে না..?
যারা কষ্ট পায় তাদের মত করে সুখে আপনাকে কেউ রাখতে পারবে না…
তারা অভিশাপ নয়।
তাদের ও আমাদের মত ভালোবাসা পাওয়ার ইচ্ছে আছে।আমাদের প্রয়োজন কুমারীত্ব না খুঁজে ভালোবাসা খোঁজা। বাবা হওয়ার আগে বাবা ডাক শুনা খারাপ কিছু না এর মত ভাগ্য সবার হয় না।
👉 বেশির ভাগ মেয়ের ডিভোর্স ‘ হয় কেন জানেন..?
বিয়ে হওয়ার পর বিভিন্ন কারণে শ্বশুর বাড়ির লোকেরা মেয়েকে পছন্দ করে না,
বাড়ী থেকে টাকা আনার জন্য চাপ দেয়।ঠিক এরপর থেকে… মেয়েটা একটু এমন…একটু তেমন… এইটা করে… ওইটা করে…হ্যান-ত্যান… নানা রকম বাক্যে মেয়েকে বিশ্লেষণ করা হয় প্রতিনিয়িত… একপর্যায়ে সে সবার কাছে খারাপ হয়ে যায়।
🤔 “ডিভোর্স ” দিয়ে ছেলেটা আরেকটা বিয়ে করে নিলো,
আর মেয়েটা হয়ে গেলো খারাপ। কেননা সবাই বলে হয়ত মেয়ে ভালো ছিল না তাই ডিভোর্স হয়েছে। কিন্তু এটা জানার চেষ্টা করে না কেনো মেয়েটার এই উপাধি পেতে হল…….
😢 সদ্য বিধবা মেয়েটার স্বামী মারা গেছে, আর মেয়েটা হয়ে গেলো খারাপ..🤔
কেননা মেয়েটা হয়ত কুলক্ষী ছিল তাই স্বামী মারা গেছে। কিন্তু আমরা এটা বুঝি না যে বাঁচা মরা সব আল্লাহর হাতে। এতে কারো হাত নেই।
👉 তাহলে সে কুলক্ষী হয় কেমনে..?
👉 এই কাজগুলো কি সে নিজ থেকে করছে..?
👉 এক হাতে তালি বাজে না…
👉 সে এমন হয়ত এমন কষ্টে ছিল যে তার এটা ছাড়া উপায় ছিল না…
👉 কেউ নিজ থেকে এই অভিশাপ বয়ে বেড়াতে চায় না…
👉 ডিভোর্স হলেই একটা মেয়ে খারাপ হয়ে যায় না..
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।