দীর্ঘ ৮০ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, তিনি শঙ্কামুক্ত নন। হাসপাতালে কোভিড রোগী বেশি থাকায় নিরাপত্তার কারণে তাকে আপাতত বাসায় রাখা হবে। বাসায় থেকেই তিনি চিকিৎসা গ্রহণ করবেন।
এভারকেয়ার হাসপাতালের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী ও প্রফেসর ডা শাহাবুদ্দীন তালুকদার বলেন, আমরা চিকিৎসা দিয়ে তার (খালেদা জিয়া) রক্তক্ষরণ সাময়িক বন্ধ করতে পেরেছি। আপাতত রক্তক্ষরণ বন্ধ হলেও যেকোনো সময় আবার হতে পারে। তাকে পুরো সুস্থ করার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এ চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।