মাসুদ রানা (লিমন) স্টাফ রিপোর্টার (রাণীশংকৈল)
ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি তেঁতুলতলা নামক অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা (যুবকের) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
এলাকা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে যুবকের সদর উপজেলার ১৬নং নারগুন ইউনিয়নের ছোট খোঁচাবাড়ি তেঁতুলতলা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঠাকুরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে কুপি চালিয়ে হত্যা করে ওই লোকটিকে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে, বলে ধারণা স্থানীয়দের। এখন পর্যন্ত ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।