নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি: নওগাঁর মান্দায় নিখোঁজের দুইদিন পর ধানক্ষেত থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মৈন ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মাঠে খাইরুল ইসলামের ধানখেত থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহতের নাম বিনয় চন্দ্র মণ্ডল (৬৮)। তিনি মৈনম ইউনিয়নের বিলদুবলা গ্রামের বাসিন্দা। কৃষি কাজের পাশাপাশি টুকটাক কবিরাজি করতেন। গত শনিবার সকালে বিলদুবলা মাঠে নিজের জমিতে ধান কাটতে যান। এদিন দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহতের ছেলে বিশ্বজিৎ কুমার মন্ডল বলেন, শনিবার সকাল থেকে বিলদুবলা মাঠে নিজেদের জমিতে বাবা-ছেলে ধান কাটার কাজ করছিলেন। বেলা ১১টার দিকে বাবা বিনয় মণ্ডলকে দুর্গাপুর গ্রামের তফসের আলী ও তাঁর ছেলে তারেক কথা আছে বলে ডেকে নিয়ে যান। এরপর বাবাকে দুর্গাপুর গ্রামের জুয়েল রানার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ছেলে বিশ্বজিৎ মণ্ডল অভিযোগ করে বলেন, বাবা বিনয় মণ্ডল যথাসময়ে ফিরে না আসায় অভিযুক্তদের বাড়িতে দফায় দফায় গিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনায় রোববার রাতে মান্দা থানায় সাধারণ ডাইরি করা হয়। সোমবার সকালে জুয়েল রানার বাড়ি সংলগ্ন মাঠের একটি ধানখেতে বাবার লাশ পাওয়া যায়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে বিনয় মণ্ডলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। ওসি আরও জানান, এটি হত্যাকাণ্ড কিনা এই মূহূর্তে বলা সম্ভব না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।