অমল কৃষ্ণ পালিত,যশোর প্রতিনিধি: র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস দল যশোর শহরে আভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে শহরের শংকরপুর এলাকা থেকে দুইটি ওয়ান শুটারগান উদ্ধার করেছেন তবে এসময় কাওকে আটক করা যায়নি। উদ্ধারকৃত দুইটি ওয়ান শুটারগান জিডি মূলে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর র্যাব-৬ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট এম নাজিউর রহমান জানিয়েছেন, ৪ মে দিবাগত মধ্যরাতে শংকরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। ওই অস্ত্রের সাথে সংশ্লিষ্টদের কাওকে পাওয়া যায়নি। তবে তাদের খোঁজা হচ্ছে,যত দ্রুত সম্ভব অপরাধী দের আইনের আওতায় আনা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।