জামাই এর অর্থ যে কি, তাহা জানিতে আমিও ব্যাকুল হইয়া ছিলাম! অবশেষে বাংলা একাডেমি হইতে প্রকাশিত, Bengali-English Dictionary মহোদয়ের সহায়তা চাইলাম। উনি আমাকে যে তথ্য দিলেন তাহা হইল:

তথ্যপূর্ণ পূণ:যাচাই লক্ষ্যে গুগল মামার সহায়তা চাইলাম। তিনিও যাহা বলিলেন:

তাহলে উপসংহারে কি বলিতে পারি? যেহেতু বাংলা একাডেমি বলিয়াছে, কাহারো কন্যার স্বামী, এবং গুগল মামা বলিয়াছে Son-in-law যাহার বাংলা হইল কন্যার /মেয়ের স্বামী। এবং কোন জায়গাতেই এর প্রতিশব্দ Husband বা স্বামী আসে নাই। সেক্ষেত্রে বলিতে চাইতেছি, জামাই অর্থ মেয়ের স্বামী।

তবে অবশ্যই স্বীকার করিয়া লইতে আপত্তি নাই, অসংখ্য জায়গাতে জামাই অর্থ কোন মেয়ের নিজের স্বামীকে বুঝায়।