ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সোমবার সন্ধ্যায় আমাদের সময় পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধির আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাবে নানা আয়োজনের মধ্য দিয়ে আমাদের সময় পত্রিকার ১৮ তম বার্ষিকী পালিত হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে কেক কাটা হয়। বিভিন্ন রংয়ের বেলুন দিয়ে ব্যানার সাজানো হয়। সেসময় কেক কাটেন পীরগঞ্জ পৌর মেয়র ইকরামুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম,পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃজাহাঙ্গীর আলম,প্রেসক্লাব সভাপতি। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও ৩ আসনের এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার,পৌর মেয়র মোঃ ইকরামুল হক, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, ওসি পীরগঞ্জ থানা মোঃ জাহাঙ্গীর আলম,প্রমুখ।এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।