চট্টগ্রামে চুরি হওয়া মুঠোফোন উদ্ধার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের এক নারী কাউন্সিলর। তাঁর নাম রুমকি সেনগুপ্ত। করোনায় মারা যাওয়া তাঁর শাশুড়ির শেষকৃত্যের ছবি, ভিডিওসহ বিভিন্ন বিশেষ মুহূর্তের স্মৃতি ফোনটিতে রয়েছে। সোমবার (৮ নভেম্বর)

বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এই কাউন্সিলর। সংবাদ সম্মেলনে রুমকি সেনগুপ্ত বলেন, গত ৬ অক্টোবর নগরের সদরঘাট মেনন হাসপাতাল এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে তাঁর স্বামীর কাছ থেকে অভিনব কায়দায় একটি আইফোন নিয়ে যায় দুবৃর্ত্তরা। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এক মাস হলেও পুলিশ কিছুই করেনি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান। জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন সোমবার সন্ধ্যায় বলেন, জিডিতে ঘটনাস্থল ভুলভাবে লেখায় একটি সংশোধন করে দিতে বলা হয়। মামলা হওয়ার পর পুলিশ মুঠোফোনটি উদ্ধারের চেষ্টা করেছে।