ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহমেদ (৬৯) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১৭ আগস্ট ভারতের এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স হাসপাতালে সাবেক এ সংসদ সদস্যের কিডনি প্রতিস্থাপন করা হয়।
ক্যাপ্টেন গিয়াস উদ্দিন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে তিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
আরোও পড়ুন: টিকটকে ভিডিও হিস্ট্রি মুছে ফেলার উপায়
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।