বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা করেছেন বোয়ালমারী থানা পুলিশ। বুধবার (১৭ আগস্ট) দুপুরে থানার ওসি তদন্ত মো. তাহের স্কুলে উপস্থিত হয়ে এ সভা করেন।
তিনি শিক্ষার্থীদের বলেন, স্কুলে আসা যাওয়ার পথে কেউ যদি ইভটিজিং করে তাহলে সাথে সাথে পুলিশকে জানাতে হবে অথবা প্রধান শিক্ষককে জানাতে হবে।
১৮ বছরের আগে যদি কোন অভিভাবক কাউকে বিয়ে দিতে চায়, তাহলে অভিভাবককে বুজাতে হবে, প্রয়োজনে স্কুলের প্রধান শিক্ষক বা পুলিশকে জানাতে হবে। হ্যান্ডডুয়েট ফোন ব্যবহার করলে পড়া শোনা নষ্ট হয়ে যাবে, তাই ফোন ব্যবহার করা যাবে না।
মাদক থেকে দুরে থাকতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি মোস্তফাজ্জামান সিদ্দিকী, প্রধান শিক্ষক আইয়ুব আলীসহ সকল শিক্ষকগণ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।