কেশবপুরে কোমলমতি শিশু ছাত্র-ছাত্রীদের দক্ষশিল্পী রুপে গড়ে তোলার প্রত্যয় নিয়ে রংধনু আর্ট একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মে) বিকেলে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রংধনু আর্ট একাডেমির শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ নূর আল আহসান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কেটে একাডেমির শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস।
কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মহসীন হোসেন মোড়ল এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যায়যায়দিন প্রত্রিকার খুলনা ব্যুরো চিফ সাংবাদিক আতিয়ার রহমান, কেশবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
আলোচনা সভায় অনান্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক ইব্রাহীম রেজা, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোড়ল, ইউপি সদস্য কামরুল বিশ্বাস, উন্নয়ন এর পরিচালক আব্দুর রহিম প্রমূখ।
রংধনু আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হুসাইন ও মিষ্টি মন্ডল।
উক্ত একাডেমিতে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সোহেল পারভেজ, পরেশ দেবনাথ সহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।