আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রভাতে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড (সিএইচআরডব্লিউ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালিত হয়েছে।
ভোরের আলোর শুরুতে কালো ব্যাচ ও সংগঠনের ব্যাচ পরে সামাজিক দূরত্ব বজায় রেখে অমর একুশের অমর গান- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজিয়ে মন্থর গতিতে প্রভাত ফেরীর মাধ্যমে পলাশী থেকে পদযাত্রা করে জাতীয় শহীদ মিনারের বেদিতে গিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উক্ত প্রভাতফেরি ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা, কেন্দ্রীয় উপদেষ্টা মো: হাবিবুর রহমান, কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি হাসিব মৃধা, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের সদস্য আসাদুজ্জামান, মোঃ সাকিব মৃধা সহ কেন্দ্রীয় পরিষদ ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা বলেন , ৫২ ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা এবং সকল ক্ষেত্রে বাংলার ব্যবহার হলে এ দিবস তার স্বার্থকতা খুঁজে পাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।