ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুক্তির বন্ধন ফাউন্ডেশন’র চিরচেনা আয়োজনে খ্রিষ্টীয় নববর্ষকে বরণ করে নিলো সুবিধাবঞ্চিত ১,৪০০ টি পরিবার ।

এ আয়োজন ছিল ময়মনসিংহ শহরে ও ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের জন্য অন্য রকম এক মিলনমেলা। আজ বুধবার এসব ছিন্নমূল পরিবারের মধ্যে পরিবেশন করা হলো পুরো ১ মাসের বাজার। বিনিময়ে তাদের গুনতে হলো না একটি টাকাও।

সকাল ১০ ঘটিকায় কার্য্যক্রম শুরু হয়ে দিনব্যাপী চলবছে। সংগঠনের সদস্যদের নিজস্ব চাঁদা, অনুদান এবং সাধারণ মানুষের অনুদানে কার্যক্রম পরিচালিত হলেও ব্যয়বহুল বিশেষ এই হাটের অর্থায়ন করছে বিভিন্ন দাতা সদস্য।

ফ্রি সবজির বাজার বিতরণের সময় মুক্তিরবন্ধবন ফাউন্ডেশনের সেচ্ছাসেবক আব্দুস সালাম জুমন বলেন, বর্তমান সময়ের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির ফলে অসহায় মানুষেরা পরিবার সংসার চালাতে হিমশিম খাচ্ছে। পবিত্র রমজান মাসে তারা সেহেরি ও ইফতারের সময় দুবেলা দুমুঠো ভাত খেয়ে রোজা রাখতে পারে সেজন্য অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ফ্রী সবজি বিতরণের উদ্যোগ নিয়ে থাকি। আমরা সারা রমজান মাস ফ্রী বাজার কার্যক্রম পরিচালনা করব। যদি সমাজের বিত্তবানরা আমাদের জনবান্ধব মহৎ কাজে এগিয়ে আসে তাহলে আমরা পুরো রমযান মাসেই এ কার্যক্রম চালিয়ে যেতে পারব।ঈদেও তারা অসহায় মানুষের ঈদ সামগ্রী ও ঈদের কাপড় বিতরণের ব্যবস্তা করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত রবিবার (৩ এপ্রিল) সকালে এ বাজারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, ৪নং আঠারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক।এ সময় আরও উপস্থিত ছিলেন- মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বাজারে টাকা পয়সা ছাড়াই বিনামূল্যে চাল ২৫ কেজ, ডাল ২ কেজি, আটা ২ কেজি, তেল ৩কেজি, চিনি ৩ কেজি, দুধ ২ কেজি, সেমাই ২ প্যাক, ছোলাবুট ২ কেজি, চিড়া ২ কেজি, হলুদ গুড়া ২০০ গ্রাম, মরিচ গুড়া ২০০ গ্রাম, লবন ১ কেজি, আতব চাল ১ কেজি, সাবান ২ টি করে তারা অসহায় মানুষদের মাঝে বিতরণ করছে।