কৃতজ্ঞ ফাউন্ডেশন বাংলাদেশ” (আগে “প্রজেক্ট কৃতজ্ঞ” নামে পরিচিত ছিল) বন্যা বিপর্যয়ের পর থেকে সিলেটের মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

প্রাথমিক বিতরণ একটি বিশাল সাফল্য ছিল। তারা বাংলাদেশ মিলিটারি (৩৪ বীর এর ডেল্টা কোম্পানী) এর সাথে যোগ দেয় এবং ১০০ পরিবারকে ত্রাণ বিতরণ করে। এতে প্রধান দুই সদস্য মোহাম্মদ রাকিন ও আবদুল মোহসেন রুবাই উপস্থিত ছিলেন।

এটি তারা সেখানে পৌছানোর ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে কার্যকর করা হয়েছিল। দ্বিতীয় বড় বিতরণ, যেখানে কৃতজ্ঞ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দা নাদিরা সুমাইয়া ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন, যেটি নবিগঞ্জে হয়েছিল। ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, পুলিশ ও আমাদের নবিগঞ্জের স্বেচ্ছাসেবকদের সহায়তায় তারা আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন। যাতে ২০০ পরিবারকে সাহায্য করা হয়েছে।