গতকাল মঙ্গলবার রাত নয়টায় ঐক্য বন্ধন এর আয়োজনে একটি ফেসবুক লাইভ অনুষ্ঠিত হয়। মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন তরুণ সংগঠক বাংলার মেলা প্রতিষ্ঠাতা সভাপতি রোহিত রায় এবং অন্যান্য বক্তারা হলেন ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সোহেল হোসেন ও ঐক্য বন্ধন এর প্রতিষ্ঠাতা আবু হুসাইন।
পরিচয় পর্বের শেষেই মাহমুদ হাসান এর প্রশ্নে উত্তর দিতেই সকল সংগঠকদের উদ্যেশে কিছু বার্তা পৌঁছে দেন আয়োজনের অন্যতম বক্তা রোহিত রায়।
তাঁর বক্তব্যের শুরুটিই হয় এক অনুপ্রেরণামূলক গল্প দিয়ে, এরপর তিনি বিভিন্ন প্রসঙ্গে সংগঠকদের অনুপ্রেরণা যোগানোর কথা বলে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন”Never Say, I can’t. Always Say I will try”। এমন অনেক অনুপ্রেরণামূলক কথা একেরপর এক বলতেই থাকেন তিনি।
স্বেচ্ছাসেবক সংকটের কারণ এর কথা জিজ্ঞেস করলে তিনি বলেন বর্তমান সংগঠকদের নীতি ঠিক নেই। তাঁরা শুধুমাত্র তাদের কাজেই কর্মীদের খোঁজ করেন কিন্তু কর্মীদের বিপদে আপদে সংগঠকদের খোঁজ থাকে না।
তারা তো অনেক ব্যস্ত। সংগঠক বলে কথা! তবে তার মতে এটা কোন সংগঠক এর কাজ হতে পারে না। আর তিনি তার উপদেশে Root cause গেমস টি খেলতে বলেন যার ফলে সংগঠকরা কারণটা জানতে পারবেন। সংগঠকদের উদ্যেশে তিনি বলেন সংগঠকদেরকে বিনয়ী হতে হবে।কর্মী বান্ধব হতে হবে। ওদের সমস্যাগুলো শুনতে হবে। সর্বোপরি একটি পরিবার হতে হবে।
যশোরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন থিয়েটার ক্যানভাস এর সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন এই আইকন। সেই পরিপ্রেক্ষিতে থিয়েটার ক্যানভাস নিয়েও বেশ কথা বললেন তিনি। বলেছেন একটি সংগঠক এর কাছে সংগঠন মায়ের সমান এবং সহকর্মী, সহযোদ্ধাবৃন্দ ভাই বোনের সমান।
কথা বলতে বলতে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর জীবনের একটি অনুপ্রেরণা মূলক গল্প নিয়ে। রোহিত আশা রাখেন তাঁর বলা এই গল্পটি মানুষকে উৎসাহিত করবে, অনুপ্রেরণা যোগাবে।
লাইভের শুরু থেকে শেষে তিনি বেশ কয়েকবার স্মরণ করেন তাঁর গুরু বিশিষ্ট নাট্যকার ও নাট্যনির্দেশক কামরুল হাসান রিপন কে। সেই সাথে কমেন্ট বক্সে তার সংগঠনের বিভিন্ন জেলা শাখার শুভেচ্ছায় সিক্ত হন এই তরুণ আইকন ।
বাংলার মেলা, থিয়েটার ক্যানভাস সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানের অন্যতম ভূমিকায় আছেন রোহিত রায়। তিনি বর্তমানে সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা রোটারীর অঙ্গ সংস্থা ইন্টার্যাক্ট এর বাংলাদেশ এর অন্যতম একটি ক্লাব ইন্টার্যাক্ট ক্লাব অব যশোর মিডসিটির সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
সেই সাথে সাইবার বুলিং প্রতিরোধে কাজ করছে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সংস্থা সাইবার টিনস এর সাথে। এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে আছেন এই মেধাবী তরুণ। সমাজকে আরো বিকশিত করতে এবং লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যেতে চান এই তরুণ আইকন রোহিত রায় ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।