গাজীপুরের কাপাসিয়ায় দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য, আশরাফউদ্দিন খান, আতাউজ্জামান বাবলু, বাছির মোত্তাকিম, লুৎফর রহমান প্রধান এবং মো: ইকবাল হোসেন খান।

আজ শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান প্রধানের স্বাক্ষরিত পত্রে জানা যায়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭(১১) ধারা মোতাবেক গতকাল বৃহস্পতিবার ওই ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।