নবগঠিত মালয়েশিয়া শাহ আলাম সেকশন ৭ শাখা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় শাহ আলম সেকশন ৭ এ অবস্থিত মিডল্যান্ড কনভেনশন সেন্টারে নবগঠিত মালয়েশিয়া শাহ আলাম সেকশন ৭ শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ রাহুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন।
আরোও পড়ুন: সূর্যপৃষ্ঠে রহস্যে ঘেরা ‘ক্রোমোস্ফিয়ার’ অঞ্চলের সন্ধান
পাইকারি ও খুচরা ব্যবসায় ৯২ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে
এস এম বসির আলম এর সঞ্চালনায় আলোচনা পূর্বে পবিত্র কোরান তেলাওয়াত করেন এম এম মোজাম্মেল হক। পরে জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি মাহবুব আলম শাহ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা শহীদ উল্যাহ শহীদ, সহ- সভাপতি তালহা মাহমুদ, মোঃ শাখাওয়াত হোসেন, সহ- সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, কাজী সালাহ উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মিনহাজ মণ্ডল, সহ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, সদস্য মোঃ জসিম উদ্দিন, যুবদল সভাপতি মোঃ জাহাঙ্গির আলম খান, সহ- সভাপতি মোঃ মঞ্জু খাঁ, আরাফাত হোসেন কালু, সহ- সাধারণ সম্পাদক মোঃ রমজান আলি,
অনুষ্ঠানের শেষাংশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সমগ্র মুসলিম উন্মার সুখ, সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালয়েশিয়া বিএনপি’র সহ- সভাপতি তালহা মাহমুদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।