সারা দেশের ধারাবাহিকতায় আজ শনিবার সিলেটে গণসমাবেশ করছে বিএনপি। নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে এই গণসমাবেশ হচ্ছে। সমাবেশে উপস্থিত হতে একের পর এক মিছিল চলছে নগরীর রাস্তায়। কোনোটা ছোট, কোনোটা বড়। মিছিলে মিছিলে বারুদময় স্লোগান। এমন দৃশ্য আজ গোটা সিলেট নগরীতে। বিএনপির গণসমাবেশকে ঘিরে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট।
আরোও পড়ুন:
আ.লীগ নেতার শ্রাদ্ধ অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় হনুমান হাজির
রাজধানীর শ্যামপুরে তরুণী আইনজীবীর গলায় ফাঁস
১০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে অ্যামাজন
পরিবহণ ধর্মঘটের বিষয়টি মাথায় রেখে গত বৃহস্পতিবার থেকেই বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেন। শুক্রবার হাজার হাজার নেতাকর্মী এসে জড়ো হন।
পরিবহণ ধর্মঘট উপেক্ষা করে আজ শনিবার সকাল থেকেই সিলেটের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন।
সিলেটের বিভিন্ন উপজেলা, পৌরসভা থেকে মিছিলসহ নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে। কেউ কেউ পায়ে হেঁটে মিছিল নিয়ে যাচ্ছেন, কেউবা মিনি ট্রাকে করে মিছিলসহ যোগ দিচ্ছেন। অনেককে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলযোগেও সমাবেশে আসতে দেখা গেছে। বিশেষ করে নগরীর প্রত্যেকটি পাড়া, মহল্লা ও ওয়ার্ড থেকে একের পর এক মিছিল গিয়ে মিশছে আলিয়ার মাঠে। মিছিলে বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে নানা স্লোগান দেওয়া হচ্ছে। সঙ্গে আছে সরকারের বিপক্ষে জ্বালাময়ী সব স্লোগান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।