চাঁদপুর মতলব উত্তরে সলিমউল্লাহ লাভলু নামে স্থানীয় এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের মান্দারতলী গ্রামে মঙ্গলবার গভীর রাতে লাশটি উদ্ধার করা হয়।নিহত সলিমউল্লাহ লাভলু উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।
মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন জানান, উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও স্থানীয় বিএনপি নেতা সলিমউল্লাহ লাভলুর লাশ বাড়ির পাশের একটি বাগানে পড়েছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।