শামীম আখতার – নিজস্ব প্রতিবেদক:
যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে পৌর শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন।
পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, আব্দুল গফুর, মেহেদী হাসান সুমন প্রমুখ।
সভায় আগামী ২৭ অক্টোবর যশোর জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুর উপজেলা থেকে স্বতঃস্ফূর্তভাবে যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও পরবর্তীতে কেশবপুরে যুবদলের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে বলে যুবদলের নেতৃবৃন্দরা জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।