বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ, তাদের দলে নেতৃত্ব সংকট বা দ্বিধা বিভক্তি নেই।

তিনি বলেন, ‘এটা দিবালোকের মতো স্পষ্ট যে খালেদা জিয়া বিএনপির নেত্রী… তার অসুস্থতার কারণে তারেক রহমান আমাদের নেতা। একইভাবে তারেক রহমানও আমাদের আন্দোলনের নেতা।‘

বিএনপির নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশ্নের জবাবে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দলের কমিটির এক অনুষ্ঠানে ফখরুল এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) আওয়ামী লীগের নওগাঁ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেয়ার সময় ওবায়দুল কাদের বলেন, নেতৃত্বের অভাবে বিএনপি এখন বিভিন্ন উপদলে বিভক্ত।

তিনি বলেন, তারা (বিএনপি নেতারা) এখন বিভিন্ন উপদলে বিভক্ত। বিএনপির নেতা কে? তাদের আন্দোলনের নেতা কে?

বিএনপির নেতৃত্ব সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করার জন্যই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এমন মন্তব্য করেছেন বলে ফখরুল অভিযোগ করেন।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি বিভক্ত নয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। বিএনপি গণঅভ্যুত্থানের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।

আওয়ামী লীগ তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস তুলে ধরছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, একটি ধারণা দেয়া হচ্ছে যে এক ব্যক্তি এবং একটি দল ছাড়া কেউ মুক্তিযুদ্ধের কৃতিত্ব দাবি করতে পারে না। কিন্তু সত্য হলো বাংলাদেশের মানুষ ব্রিটিশ শাসনামল থেকেই স্বাধীনতার জন্য লড়াই করে আসছে।

ফখরুল অভিযোগ করেন, সরকার ইতিহাস থেকে স্বাধীনতার ‘ঘোষণার’ মাধ্যমে মুক্তিযুদ্ধের অন্য সব সংগঠক এবং যুদ্ধের সূচনাকারী জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, তাজউদ্দীন আহমদ, এমএজি ওসমানী এবং মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারদের অবদানের কথা স্মরণ করে না।

ফখরুল বলেন, ‘এখন মনে হচ্ছে একজনই একা একা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া প্রয়োজন।