বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ মাটিরাঙ্গা পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশিদ ফরাজী।
বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম।
সম্মেলনে আনারস প্রতীক নিয়ে ৭৯ ভোটে জয়ী হয়ে ২য় বারের মতো মাটিরাঙ্গা পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাহাদাত হোসেন। সাধারণ সম্পাদক পদে চশমা প্রতীক নিয়ে ৭২ ভোটে জয়ী হয়েছেন মো. এরশাদ হোসেন শাহীন। সাংগঠনিক পদে সিলেকশনে জয়ী হয়েছেন মোঃ কাজী মহিন উদ্দিন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।