রাজধানীতে শুরু হওয়া স্মার্টফোন ও ট্যাব মেলায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার মোবাইল ফোন নির্মাতাদের বলেছেন শুধু স্মার্টফোন তৈরি না করে ট্যাবলেটও তৈরি করতে হবে। আগামী দিনে এই পণ্যের চাহিদা বাড়বে। তিনি মনে করেন, ডিজিটাল ডিভাইস বলতে শুধু ডেস্কটপ, ল্যাপটপ কম্পিউটার, মোবাইলই ফোনকেই বোঝায় না।
ট্যাবলেট কম্পিউটারও বড় অনুষঙ্গ। মন্ত্রী বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিন ব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, টেলিটকের প্যাভিলিয়নে ফাইভ-জি এক্সপেরিয়েন্স করা যাচ্ছে। মেলায় এসে যে কেউ আমাদের প্যাভিলিয়ন থেকে ফাইভ-জির অভিজ্ঞতা নিতে পারবেন। জানা গেছে, হুয়াওয়ের সহযোগিতায় টেলিটক ফাইভ-জি সেবা প্রদর্শন করছে মেলায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।