ভারতের জনপ্রিয় অ্যাম্বাসাডার গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান মোটরস এবার বাজারে ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে। জানা গেছে, বিশ্বব্যাপী ইলেক্ট্রিক যানবাহনের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে শিগগির বাজারে ইলেকট্রিক স্কুটার আনতে যাচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতাভিত্তিক প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে এই বিষয়ে ইউরোপের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে হিন্দুস্তান মোটরস। যত দ্রুত সম্ভব প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে এই অটোমোবাইল সংস্থা। তবে, আগামী বছরের আগে হিন্দুস্তান মোটরসের ইলেকট্রিক স্কুটার বাজারে আসার সম্ভাবনা নেই। সম্প্রতি হিন্দুস্তান মোটরসের ডিরেক্টর উত্তম বোস এক বার্তায় ইলেকট্রিক স্কুটার লঞ্চের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আগামী অর্থবছরের শেষের দিকে হয়তো হিন্দুস্তান মোটরস নির্মিত ইলেকট্রিক টু-হুইলার বাজারে আসবে। শুধু স্কুটারই নয়, আগামীতে চার চাকার ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনাও রয়েছে সংস্থাটির। উত্তম বোস আরও জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়নে উত্তরপাড়ার কারখানা নতুন করে নির্মাণ করা হবে। প্রতিষ্ঠানটি তাদের অনেক কার্যক্রমেও পরিবর্তন আনবে।