নিজেদের প্রথম ‘প্যারেন্টাল কন্ট্রোল’ টুল চালু করেছে বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। ‘ফ্যামিলি সেন্টার’ নামে পরিচিত এই নতুন ফিচারটিতে বাবা-মায়েরা সন্তান কার সাথে কথা বলছে সেটি জানতে পারবেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অভিভাবক তার সন্তানকে আমন্ত্রণ জানাতে পারবেন স্ন্যাপচ্যাটের ‘ফ্যামিলি সেন্টার’-এ। ওই আমন্ত্রণে সন্তানের সম্মতি মিললেই তার বন্ধু তালিকা এবং আগের সাত দিনে কারা তাকে বার্তা পাঠিয়েছে, সে বিষয়গুলো দেখতে পাবেন মা-বাবা। পাশাপাশি, সন্দেহজনক কোনো অ্যাকাউন্ট সম্পর্কে গোপনে অভিযোগও জানাতে পারবেন তারা।

তিনি আরও বলেন, নিয়ন্ত্রণ এবং সুরক্ষার পাশাপাশি নিরাপত্তা ও ভালো থাকার ব্যবস্থা বাড়ানোর ক্ষেত্রেও সঠিক পদ্ধতি অবলম্বন করছে নতুন এই টুল। আসন্ন মাসগুলোতে আরও কিছু ফিচার আনার পরিকল্পনার কথা জানিয়েছে স্ন্যাপ। এর মধ্যে আছে সন্তান কোনো ব্যবহারকারীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলে অভিভাবককে নোটিফিকেশন পাঠানোর বিষয়টিও রয়েছে।