

অবশেষে সব জল্পনা-কল্পনার ইতি ঘটিয়ে পাঁচ বছর পর বার্সেলোনায় ফিরলেন দানি আলভেস। ব্রাজিলিয়ান রাইট-ব্যাক ফ্রি এজেন্ট হিসেবেই ক্যাম্প ন্যুয়ে ফিরেছেন।
এবারের চুক্তি অনুযায়ী, মাসে মাত্র ১ ইউরো বেতন নেবেন তিনি! স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো এমনটাই জানিয়েছে। তবে বার্সার পক্ষ থেকে চুক্তির আর্থিক বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে খোলাসা করা হয়নি।
তবে তার ফেরার ইচ্ছে এতটাই প্রবল ছিল যে, নামমাত্র পারিশ্রমিকেই রাজি হয়ে গেছেন। তার চুক্তির মেয়াদ আপাতত এক মৌসুমের। এরপর হয়ত তাকে অন্য কোনো ভূমিকায় দেখা যেতে পারে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।