ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসির কোচ থমাস টুখেল করোনায় আক্রান্ত হয়েছেন। এফএ কাপের প্লাইমাউথের বিপক্ষে মাঠের নামার আগে তিনি কোভিড টেস্টে পজিটিভ হন বলে গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
চেলসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, টুখেল আইসোলেশনে থাকবেন এবং আগামী সপ্তাহে দলের সঙ্গে তার আবুধাবিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এফএ কাপে নিজেদের ঘরের মাঠের ডাগআউটে থাকতে না পারলে জয় তুলে নিয়েছে তার শিষ্যরা। টুর্নামেন্টটির চতুর্থ রাউন্ডের ম্যাচে প্লাইমাউথকে ব্লজরা হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে।
এফএ কাপের মিশন শেষে আবুধাবির উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল টুখেলের শিষ্যদের। ক্লাব বিশ্বকাপে চেলসি আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাত প্রো লিগের দল আল জাজিরা কিংবা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী আল হিলালের মুখোমুখি হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।