টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চিন্তার ভাঁজ ভারতীয় শিবিরে। আবারো ইঞ্জুরিতে পড়লেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। বুধবার (২৮ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইঞ্জুরির কারণে মাঠে নামতে পারেননি তিনি।
আরোও পড়ুন: অভিনেত্রী একতা কাপুর ও তার মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
নওগাঁয় মৌমাছির কামড়ে ১ জন নিহত, আহত ২
অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন বুমরাহ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব হলে বিসিসিআইয়ের চিকিৎসক দলের পর্যবেক্ষণের পর ম্যাচ থেকে ছিটকে যান বুমরাহ। তবে, সিরিজের বাকি ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের তিন ম্যাচ টি-২০ সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২ ও ৪ অক্টোবর।
টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দেশ। আগামী ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এবারের টি-২০ বিশ্বকাপ অভিযান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।