আবুধাবীতে নিউজিল্যান্ড আজ যদি হারিয়ে দেয় নবীদের আফগানিস্তানকে, তাহলে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
ভারত ছিটকে পড়বে আসর থেকে। হেরে গেলেও সেমির রেসে টিকে থাকবেন উইলিয়ামসনরা। লড়াইয়ে উঠে আসবে মোহাম্মদ নবীর আফগনিস্তানও। তখন ভারত-নামিবিয়া ম্যাচের গুরুত্ব বেড়ে যাবে হাজারগুণ।
এদিকে শারজাহতে আনুষ্ঠানিকতার ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান-স্কটল্যান্ড। এই ম্যাচটি পাকিস্তানের জন্য নিয়মরক্ষার ম্যাচ হলেও কিউই-আফগানদের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ জিতলেই সেমিতে চলে যাবে নিউজিল্যান্ড।
এই ম্যাচের দিকে তাকিয়ে আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত। দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে সেমিফাইনালের আশা জিঁইয়ে রেখেছেন কোহলিরা। সব আশাই টিকে রয়েছে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের আগে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।