নিউজিল্যান্ডে বিশ্বকাপের প্রস্তুতি দু’টি ম্যাচে হারলেও মূল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা বেশ ভালো করেছিল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে এক বল বাকি থাকতে ২০৭ রানেই গুটিয়ে দেয় তারা।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ৫৯ রান তুলে শামীমা-শারমিনের জুটি। ওপেনিংয়ে উড়ন্ত সূচনা পাওয়ার পরও একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়েছে টাইগ্রেসরা। প্রোটিয়াদের বিপক্ষে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শামীমা ও শারমীনের ব্যাটে ওপেনিংয়ে ৬৯ রানের জুটি পায় বাংলাদেশের নারীরা।
তবে প্রোটিয়ান আয়োবোঙ্গা খাকার বোলিং তোপে এরপরেই বিপাকে পড়ে টাইগ্রেসরা। খাকা ১১ বলের ব্যবধানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের টপ অর্ডার ভেঙ্গে দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করেছে টাইগ্রেসরা।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।