ছোট দেশের বড় তারকা হিসেবে ক্রিকেট বিশ্বে জনপ্রিয় রশিদ খান। তারকা এই লেগ স্পিনারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে খেলবে আফগানিস্তান।

১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টেকে সামনে রেখে বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে তিন নতুন মুখ দুই পেসার ইব্রাহিম আব্দুল রাহিমজাই-নিজাত মাসুদ এবং লেগ স্পিনার ইজহারুল হক। রশিদকে বিশ্রাম দেওয়া হয়েছে।

২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে ১১ উইকেট শিকার করে দলের জয়ে অবদান রাখেন রশিদ খান। পিঠের চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে খেলতে পারেননি রশিদ।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে রশিদকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান আফগানিস্তানের সহকারী কোচ রইস আহমাদজাই।

তিনি বলেন, বিরতিহীন ক্রিকেট খেলার কারণে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে রশিদকে এবং পিঠের ইনজুরির কারণে তাকে নিয়ে আমরা কোনোরকম ঝুঁকি নিতে চাই না।

আফগানিস্তান টেস্ট দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুল হক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসৌদ।