সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পরে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে বরখাস্ত করেছে বিসিসিআই। সেই সঙ্গে নতুন নির্বাচক কমিটিও আহ্বান করেছে বিসিসিআই।

এই কমিটিতে আরো ছিলেন সুনিল জোসি, হারভিন্দার সিং ও দেভাশিষ মোহান্ত। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা হয়নি রোহিত শর্মার দলের।

তাই বিশ্বকাপ শেষ হতেই নির্বাচক কমিটিকে বিদায় জানালো বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুরুষ ক্রিকেট দলের জন্য পাঁচজন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে।

যোগ্যতা হিসেবে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা, ১০টি একদিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের থেকে আবেদন চাওয়া হয়েছে।