লর্ডসে দ্বিতীয় দিনের শেষ সেশনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়ন। বড় ধরনের চোটের শঙ্কা আছে ৩৫ বর্ষী তারকার। যা অ্যাশেজে ফর্মে থাকা অজি দলে বড় প্রভাব ফেলতে পারে।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪১৬ রানের জবাবে ব্যাট করছিলেন ইংল্যান্ডের বেন ডাকেট ও অলি পোপ। ৩৭তম ওভারের তৃতীয় বলে ডাকেটকে করা ক্যামেরন গ্রিনের বলে বাউন্ডারির কাছে ফিল্ডিং করতে গিয়ে বাধে বিপত্তি।
ডান কাফ মাসলে চোট পান লায়ন, দ্রুত ফিজিও এসে চিকিৎসা শুরু করেন এবং তাকে মাঠের রাইরে চলে যেতে হয়। ইনিংসের বাকি ওভাগুলোতে আর নামতে পারেননি অভিজ্ঞ স্পিনার।
২০১৩ সালের মাঝামাঝি অ্যাশেজ থেকে খেলা লায়ন প্রথম বিশেষজ্ঞ বোলার এবং তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে টানা ১০০ টেস্ট খেলার কৃতিত্ব গড়েছেন এই ম্যাচেই। ৫০০ উইকেট থেকে ৪ উইকেট দূরে আছেন। ইংল্যান্ড ইনিংসের প্রথম উইকেট শিকার করে গুরুত্বপূর্ণ ওপেনিং জুটি ভেঙেছেন।
লায়নের গুরুত্ব বোঝাতে সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ বলেছেন, ‘আমি এখনও উপরে যাইনি, কিন্তু অবশ্যই এটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। পুরো খেলার বাকি অংশের জন্য এটা আমার কাছে ঠিকঠাক লাগছে না। আমি জানি না এখন তার কী অবস্থা। কিন্তু যদি সে ঠিক না থাকে, তা আমাদের জন্য বড় ক্ষতি।’
ইংল্যান্ডের ব্যাটিংয়ে নেতৃত্ব দেয়া ডাকেটের মন্তব্য, ‘এটা অনেক বড় বিষয় এবং আমি আশা করব তার জন্য খুব একটা খারাপ কিছু হবে না। আপনি কখনই চাইবেন না ইনজুরিতে একজন মাঠের বাইরে চলে যাক। আমরা সবাই তার ভালোর জন্য আশা করছি। চতুর্থ ইনিংসে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।’
লায়নের বিকল্প হতে পারেন টড মারফি। তার সম্পর্কে স্মিথের আস্থা এমন, ‘সে নেটে ভালো বল করেছিল এবং ভারতে খুবই ভালো বল করেছিল, যখন সে সুযোগ পেয়েছিল। আশাবাদী যদি সে দলে আসে তাহলে আমাদের জন্য ভালো কাজ করবে, কিন্তু লায়ন ঠিক থাক।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।