নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বসেরা ওয়ানডে বোলার ট্রেন্ট বোল্ট। তাদের ক্রিকেট বোর্ড এনজেডসিও বোল্টের এই চাওয়াকে সম্মান দেখিয়ে তাকে চুক্তিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার রাতে এই সিদ্ধান্ত জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। এর আগে ৩৩ বছর বয়সী এই পেসারের সঙ্গে কয়েক দফা আলাপ হয়ে গেছে তাদের। তার কেন্দ্রীয় চুক্তিতে না থাকার বড় প্রভাবই পড়বে দেশটির ক্রিকেটে, কারণ জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগের সূচি যে দেশটির ক্রিকেট মৌসুমের সঙ্গে সাংঘর্ষিক!

আমিরাত না দক্ষিণ আফ্রিকা, বোল্ট কোন লিগে খেলবেন, সেটা এখনো জানা যায়নি, তবে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান কার্যনির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, বিশ্বকাপে তার অন্তর্ভুক্তি নিয়ে সন্দেহ নেই তেমন। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরটাও শেষ করবেন তিনি।
বুধবার এনজেডসি একটি বিবৃতি প্রকাশ করেছে, যাতে বলা আছে, ডেভিড হোয়াইটের কাছে বোল্ট তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সেখানে বোল্ট বলেছেন, ‘এটা আমার জন্য কঠিন একটা সিদ্ধান্ত ছিল, এটা নেওয়ার পেছনে সাহায্য করার জন্য এনজেডসিকে ধন্যবাদ জানাতে চাই। দেশের হয়ে ক্রিকেট খেলাটা আমার ছেলেবেলার স্বপ্ন ছিল। শেষ ১২ বছরে আমি নিউজিল্যান্ডের হয়ে যা অর্জন করেছি, সেজন্যে আমি বেশ গর্বিত।’