পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মঙ্গলবার (১৪ জুন) অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অজি এই ব্যাটারের অপরাজিত ৮০ রানে ভর করে ৯ বল হাতে রেখেই জয়ের দেখা পায় সফরকারীরা।

আজ দেশে প্রথম ডিজিটাল জনশুমারি শুরু

পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারে ভালো করে শ্রীলঙ্কা। কিন্তু ব্যর্থ মিডল অর্ডারের শেষ ভরসা ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শেষ পর্যন্ত লড়ে গিয়ে স্বাগতিকদের এনে দেন ৩০০ রানের বড় সংগ্রহ।

জবাবে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার সামনে বাধাঁ হয়ে দাঁড়ায় বৃষ্টি। অবশ্য পরে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে রান নির্ধারণ করা হলে ব্যাটে ঝড় তুলেন ম্যাক্সওয়েল। ৯ বল হাতে রেখে জয় পায় অ্যারন ফিঞ্চের দল।

আফতাবগঞ্জে ডোবার পানিতে পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বিপর্যয়ে পড়া অস্ট্রেলিয়ার হাল ধরেন ম্যাক্সওয়েল। ক্যারি ফিরে গেলেও একপ্রান্তে থিতু হয়ে থাকেন তিনি। ৫১ বলে ৬ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলে দলে নিয়ে যান জয়ের বন্দরে। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন হাসারাঙ্গা।