এই ছবিটাই হয়তো কাতার বিশ্বকাপের সেরা ছবি। বিশ্ব জয়ী পুত্র তার মায়ের কাছে ঠাই খুঁজে নিয়েছেন, গড়েছেন আশ্রয়। মেসি তো জানেন কতোটা দীর্ঘ খরার পর কাতারের মরুর বুকে তিনি পেলেন এমন বৃষ্টির দেখা। কতো নির্ঘুম রাতের পর এলো এমন শান্তি। কতো সংগ্রাম মেসিকে করতে হয়েছে এই রাতটার জন্য।

আরোও পড়ুন:

ঝড়ের কবলে শতাধিক ক্রু নিয়ে সমুদ্রে ডুবলো থাইল্যান্ডের যুদ্ধজাহাজ

দেনমোহর বাকি রেখে বিয়ে করা যাবে?

শিশু অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩

ফুটবলে সব পেয়েছিলেন মেসি। সবই করেছিলেন জয়। তবুও কেউ বলতো মেসি ক্লাব ফুটবলে ভালো, তবে দেশের জার্সি গায়ে শিরোপা জেতা ম্যারাডোনা নয়! কথার আঘাতও ব্যথা হয়ে লেগেছে বুকে। আবার সেরা হয়েও শিরোপা না পাওয়ার ব্যথাও তো ছিল। আর মেসির এই দুঃখের পুরোটাই তো ভাগ করে নিয়েছেন তার মা। সন্তানের দুর্দিনে হয়েছে মমতার আশ্রয়। সাহস যুগিয়েছেন, দিয়েছেন ভরসা।

আরোও পড়ুন:

মহাকাশে ‘গোয়েন্দা স্যাটেলাইট’ বসালো উত্তর কোরিয়া!

রাষ্ট্র সংস্কার রূপরেখায় খালেদা জিয়ার ভিশন

নতুন শিক্ষাবর্ষ সরবরাহ হয়েছে ২৭ শতাংশ পাঠ্যবই!

তাইতো জীবনের চির আরাধ্য বিশ্বকাপ জেতার পর মেসিও মায়ের কাছেই গেলেন। আলিঙ্গনেই মায়ের সাথে জীবনের সেরা মুহূর্ত ভাগ করে নিলেন মেসি। মা ও ছেলের এই ছবি দেখেই যেন শ্রান্ত পৃথিবী হল শান্ত। শীতলতা ছড়িয়ে গেল তপ্ত মরুর বুকে, হয়তো আবেগী এই দৃশ্যে শীতল হয়েছে গোটা পৃথিবীর হৃদয়।