ওয়েস্টার্ন এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপের র‍্যাপিড ইভেন্টে বাংলাদেশের হয়ে স্বর্ণ জয় করেছে ওয়ারসিয়া খুশবু।

মালদ্বীপে এ আসরে মেয়েদের অনূর্ধ্ব-১০ গ্রুপে খেলেছে সে। ৭ রাউন্ডে সাড়ে ৫ পয়েন্ট খুশবুর।

অ্যাপলের বিরুদ্ধে আইফোন ধীর গতির অভিযোগ জাস্টিন গুটম্যানের

এই ইভেন্টে ভারত, কাজাখস্তান, উজবেকিস্তানসহ ৯ টি দেশের দাবাড়ুরা অংশ নিয়েছে। সাড়ে পাঁচ পয়েন্ট ছিল উজবেকিস্তানের মোখিনুরেরও।

তবে টাইব্রেকিংয়ে খুশবু তাকে পেছনে ফেলেছে। রেটিংয়ের দিক দিয়েও খুশবু এই ইভেন্টের শীর্ষ বাছাই ছিল।

তবে গতকাল হওয়া র‍্যাপিডের আরও ১১ ইভেন্টে বাংলাদেশের দাবাড়ুদের কোন সাফল্য নেই।

এর মধ্যে অনূর্ধ্ব-১৪ ওপেনে সাজিদুল হক, অনূর্ধ্ব-১২ ওপেনে মনন রেজা নীড়, অনূর্ধ্ব-৮ ওপেনে রায়হান রশিদ ও মেয়েদের অনূর্ধ্ব-১৪ বিভাগে ইশরাত জাহান রেটিংয়ে শীর্ষে থাকলেও সাফল্য পায়নি।