সংযুক্ত আরব আমিরাতে সিরিজ জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় দুবাই থেকে দেশে ফিরেছে তারা। এশিয়া কাপে ব্যর্থ হলেও আমিরাতে দুই ম্যাচ টি-২০ সিরিজের টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে সোহান নেতৃত্বধীন বাংলাদেশ।
আরো পড়ুন: প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় ক্লিনটন দম্পতি
নওগাঁর আত্রাইয়ে শেখ হাসিনার ৭৫ তম শুভ দিন পালিত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হঠাৎ করেই দুবাই সিরিজের আয়োজন করেছিল বিসিবি। এদিকে, এই সাফল্যে আসন্ন বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান। বুধবার সকালে দেশে ফিরে গণমাধ্যমে তিনি বলেন, ‘কোনো আসরের আগে এ রকম ক্যাম্প এবং এ রকম সুযোগ-সুবিধা অবশ্যই আমাদের সকলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। কারণ ওখানে আমরা পর্যাপ্ত অনুশীলনের সুবিধা পেয়েছি।
আমার কাছে মনে হয়, প্রস্তুতিটা ভালো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে আমার কাছে মনে হয়, অনেক সময় বড় রান করা থেকে স্ট্রাইকরেট পরিস্থিতি অনুযায়ী রানটা অনেক গুরুত্বপূর্ণ থাকে। আসলে আমাদের সবার লক্ষ্য সেটাই ছিল। প্রতিদিন একরকম হবে, বিষয়টা এমন না। বিশ্বকাপের মতো বড় আসরের আগে এমন অনুশীলনের সুযোগ-সুবিধা পেয়েছি, যা দলের সবাইকে আত্মবিশ্বাস দেবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।