মন্টিনিগ্রোতে বন্দুক হামলায় নিহত হয়েছে ১১ জন। পরে এক বেসামরিক নাগরিকের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছে। শনিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। শুক্রবার সেতিনিয়ে শহরে এই ঘটনা ঘটেছে।

সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বন্দুক হামলায় আরও ছয় জন আহত হয়েছে। এদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। ৩৪ বছর বয়সী ওই হামলাকারী সড়কে হেঁটে যাওয়া মানুষদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করেছিল। ঘটনাস্থলেই দুই শিশু নিহত হয়।

সরকারি কৌঁসুলি আন্দ্রিজানা ন্যাস্টিক বলেছেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার পর ৯টি মৃতদেহ দেখতে পাই এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়।’ এক বেসামরিক নাগরিকের গুলিতে ওই হামলাকারী নিহত হয়েছে বলে জানান তিনি।

বন্দুকধারী কেন এই হামলা চালিয়েছিল তা পরিষ্কার হওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, পারিবারিক বিরোধের পর হামলাকারী রাস্তায় বের হয়েছিল।