বাংলাদেশের নাগরিকদের ই-ভিসা দেবে উজবেকিস্তান। গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান।
আরও পড়ুন: কক্সবাজারের রামুতে গানবাজনা নিষিদ্ধ
দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভবনা
দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল চালু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উজবেকিস্তানের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
আরও পড়ুন: টাই পরা বন্ধ করলেন স্পেনের প্রধানমন্ত্রী
আমরা দেশটির সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে চাই। ’ তিনি বলেন, ‘উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। তারা আমাদের দেশের নাগরিকদের ই-ভিসা দেবে। এ ছাড়া ঢাকা-তাসখন্দের মধ্যে সরাসরি বিমান চলাচল চালু হবে বলে প্রত্যাশা করছি। ’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।