বাংলাদেশের নাগরিকদের ই-ভিসা দেবে উজবেকিস্তান। গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামশিদ খোদজায়েভের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান।

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভবনা

দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল চালু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উজবেকিস্তানের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

আমরা দেশটির সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে চাই। ’ তিনি বলেন, ‘উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। তারা আমাদের দেশের নাগরিকদের ই-ভিসা দেবে। এ ছাড়া ঢাকা-তাসখন্দের মধ্যে সরাসরি বিমান চলাচল চালু হবে বলে প্রত্যাশা করছি। ’