একেই বুঝি বলে বাঘের মুখে বন্ধুকে রেখে পলায়ন। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের আশ্বাস আর সহযোগিতার ফাঁকা বুলি ধরতে একটু সময় লেগেছে ইউক্রেনের।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় দিনই আজ এক বিবৃতিতে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি।

তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি ওয়ার্ল্ডে প্রচারিত সেই ভাষণে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) তিনি বলেন, আমি আজ ২৭ জন ইউরোপীয় নেতার সামনে সরাসরি জিজ্ঞেস করেছি, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হবে কিনা। প্রত্যেকেই ভীষণ ভীত ছিলেন, কেউ কোনো জবাব দেননি। তারা নিশ্চুপ ছিলেন। তবে আমরা কারও ভয়ে ভীত নই। আমরা আমাদের দেশকে রক্ষা করতে ভীত নই।

আমরা রাশিয়ার ভয়ে ভীত নই। আমরা রাশিয়ার সাথে সংলাপে বসতে ভীত নই। রাশিয়ার সামরিক হামলার মুখে আমাদের একা ছেড়ে দেয়া হয়েছে। আমাদের সাথে কে লড়াইয়ের জন্য প্রস্তুত? আমি কাউকেই দেখি না। আমাদেরকে ন্যাটোতে যোগদানের নিশ্চয়তা দেবে কে? কেউ কোনো জবাব দেননি। প্রত্যেকেই ভীত ছিলেন।

 

 

কলমকথা/ বিথী