

- লোহাগড়াতে অসামাজিক কাজে লিপ্ত থাকায় পুলিশের হাতে আটক ৩ জন।
মো: আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।
নড়াইলের লোহাগড়া পৌরসভার সরকারপাড়া নামক একটি ফ্লাট বাসায় অসামাজিক কাজে লিপ্ত থাকায় ২৯/ নভেম্বর ২০২০ তারিখ :রবিবার দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে মো: মশিয়ার মোল্ল্যা (৩৫)পিতা: মকলেছ মোল্ল্যা, সাং ধোপাদাহ, ও রুনা খানম (৩২)স্বামী শহিদ,সাং কুন্দসি, এবং লিপি (ওরফে) সুমী (২৬) স্বামী হাকিম, সাং রামকান্তপুর সর্ব থানা লোহাগড়া, জেলা নড়াইল, নামের দুই নারী ও এক যুবক কে অাটক করেছেন লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ,ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লোহাগড়ার সরকাপাড়ার মো: এনায়েত হোসেন ভুঁইয়ার বাড়িতে একমাস অাগে বাসা ভাড়া করে রুনা নামের এক নারী, এরপরে ওই বাসায় বহিরা গত মেয়েদের এনে প্রতিদিন করানো হয় দেহ,ব্যবসা।
এ বিষয়ে বাড়ির মালিক মো: এনায়েত হোসেন ভুঁইয়ার কাছে ওই রুনার পরিচয় পত্র চাইলে তিনি বলেন এক মাস অাগে বাসা ভাড়া দিয়েছিলাম বাসা নেওয়ার সময় রুনা অামাকে কোনো কাগজ পত্র দেয় নাই।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ অাশিকুর রহমান বলেন, অাসামিদের নামে মামলা রজু করে আদালতে প্রেরন করা হবে।
মো: আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।