একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসছে আজ সোমবার (২৮ মার্চ)। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় সংসদের এই অধিবেশন শুরু হবে। প্রথম দিনেই সংসদে উঠতে যাচ্ছে বহুল আলোচিত গণমাধ্যম কর্মী বিল।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সাংবিধানিক বাধ্যবাধকতায় বসা এই অধিবেশনের মেয়াদ হবে সংক্ষিপ্ত। মাত্র সাত কার্যদিবসেই শেষ হতে পারে এই অধিবেশন। তবে এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতিমধ্যে আইন শাখায় ১৫টি বিল সংসদের বিবেচনার জন্য অপেক্ষমাণ রয়েছে।

এর মধ্যে ৫টি কমিটিতে পরীক্ষাধীন, ৬টি পাসের অপেক্ষায় এবং ৪টি উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। সংসদে পাসের অপেক্ষায় থাকা বিলগুলোর মধ্যে রয়েছে-মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল ২০২১, বাংলাদেশ পেটেন্ট বিল ২০২১, সরকারি ঋণ বিল ২০২১, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১ ও বয়লার বিল ২০২১।

 

 

কলমকথা/ বিথী