নড়াইলে এক হিন্দু সংখ্যালঘু নারীর জমি রক্ষার আকুতি!

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে এক হিন্দু নারীর জমি সুকৌশলে জবর দখলের পায়তারার অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু হাবিবুর রহমানের বিরুদ্ধে।

জমির পাশে গরুর খামার করে খামারের সকল বর্জ ঐ মহিলার জমিতে ফেলা হচ্ছে। ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে।অপর দিকে ভুক্তভোগী ঐ মহিলার বাড়ি সদরের মুলিয়া ইউনিয়নের পানতিতা গ্রামে। ক্ষতিগ্রস্ত মহিলা পানতিতা গ্রামের বানেশ্বর সরকারের কন্যা ময়ন্তী সরকার। তিনি জানান, জমির পাশে গরুর খামার করে সকল বর্জ আমার জমিতে ফেলা হচ্ছে। জমির উপর দিয়ে ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে সকল মাটি ট্রাকে করে নেওয়া হচ্ছে। বাধা দিতে গেলে হুমকি ধামকি দিচ্ছে। নাম মাত্র মূল্য জমি বিক্রি করে দেওয়ার কথা বলা হচ্ছে। নিরুপায় হয়ে বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ও কোন ফল হয়নি। ময়ন্তী রানীর স্বামী অনাদি জানান, বারবার নিষেধ করা সত্বে ও হাবিবুর তার খামারের সকল বর্জ আমার জমিতে ফেলছে। মাটি কেটে ট্রাকে করে মাটি আমার জমির উপর দিয়ে নিয়ে যাচ্ছেন। জমিতে চাষাবাদ অনুপযোগী হয়ে পড়েছে । কিছু বললে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। তার অত্যাচারে আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। এ বিষয়ে আমার স্ত্রী তুলারামপুর ইউনিয়ন চেয়ারম্যানের নিকট একটি লিখিত অভিযোগ করেছে । তার হাত থেকে আমার জমি রক্ষার দাবি জানাচ্ছি। তুলারাম ইউনিয়ন চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, ক্ষতিগ্রস্ত মহিলা আমাদের অফিসে লিখিত অভিযোগ করেছেন। ঘটনা সত্য।