মাসুদ রানা,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শামিমুল বিশ্বাস রাজা (২০) নামের এক যুবককে হেরোইনসহ আটক করেছে মেহেরপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান’র নেতৃত্বে বাসস্টান্ড এলাকায় অভিযান চালিয়ে শামিমুল বিশ্বাস রাজা কে আটক করা হয়। শামিমুল বিশ্বাস রাজা মেহেরপুর বোস পাড়ার মাসুদ বিশ্বাসের ছেলে। এসময় ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও আরও ১’শ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম।
এ সময় তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালাত বসিয়ে শামিমুল বিশ্বাস কে মোবাইল কোট আইনে ২০০৯এর ৭/(২)ধারায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ২০১৮ এর ০৯/(১) সারণির ১৬ ধারা মোতাবেক হিরোইন রাখার অপরাধে ৩ মাসের কারাদণ্ডসহ একশত টাকা জরিমানা করা হয়েছে। এসময় উদ্ধারকৃত হিরোইন গুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।